দিল্লির কড়া পদক্ষেপের জবাবে ইসলামাবাদের একগুচ্ছ পাল্টা পদক্ষেপ

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারতের নেওয়া প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লির কড়া পদক্ষেপের জবাবে ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে ‘কঠোর ভাষায়’ পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে।
ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান।
এছাড়া, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে।
ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের দ্বারা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে৷ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করা হয়েছে।
এর আগে, পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। গ্যালো বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান।
সিদ্ধান্তগুলোর মধ্যে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকদের ভারতে ভ্রমণ নিষিদ্ধ, যারা এই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।
এছাড়া, দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা দেশটির সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ‘পার্সোনা নন গ্রাটা, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।
এমআর//