প্রবাস

নিউইয়র্কের কুইন্সে হয়ে গেলো জমকালো সাংস্কৃতিক অ্যাওয়ার্ডস সন্ধ্যা

নিউইয়র্কের কুইন্স প্যালেসে জমকালো সাংস্কৃতিক অ্যাওয়ার্ডস সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ছবি: বায়ান্ন টিভি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র  হিসেবে পরিচিত কুইন্সে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট উৎসবমুখর এক সাংস্কৃতিক অ্যাওয়ার্ডস সন্ধ্যা 

কুইন্স প্যালেসে অনুষ্ঠিত চমৎকার এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে অ্যাবাউট টাইম ইভেন্টস গেলো সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এই আয়োজনের মধ্য দিয়ে সঙ্গীত, নৃত্য এবং সম্মামনার আবহে মেতে উঠেছিলো যেনো গোটা বাংলাদেশি কমিউনিটি   

নিউইয়র্কের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে সঙ্গীত ও নৃত্যের পরিবেশনা ছিল চমৎকার এবং অত্যন্ত জমকালো গান, সুর  আর যন্ত্রসঙ্গীতের মিলিত সুরে দর্শকদের মাঝে সৃষ্টি হয় এক ভিন্নধর্মী পরিবেশ

লিড গিটারিস্ট সাইদ রহমান, বেস গিটারিস্ট নেওয়াজ, ডিকিউ মিঠুনের  ড্রামস,  কি-বোর্ডে সৌরভ দাস, পারকাশন অক্টোপ্যাডে মানিক আহমেদের সম্মিলিত অপূর্ব সুরের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যান বাংলাদেশের  প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী

গুণী শিল্পী রানো নওয়াজ এবং  তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী স্বপ্নিল সজীবও মঞ্চ মাতান এই সাংস্কৃতিক সন্ধ্যায়  সাংস্কৃতিক আসরে ছিল ইংরেজি গানের চমৎকার পরিবেশনা

কন্ঠ, সুর   ছন্দের মাঝে এক দুর্দান্ত নৃত্য পরিবেশনায় দর্শকদের মন জয় করেন পার্সা ইভানা তাঁর নৃত্যে ফুটে ওঠে নান্দনিকতা দক্ষতার অপূর্ব মিশেল। 

রাতের বিশেষ মুহূর্ত ছিলো সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশি এক ঝাঁক গুণী পেশাজীবী   সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মামনা দেওয়া হয়

সম্মামনা পাওয়া  ব্যক্তিরা হলেন- জনপ্রিয় মডেল অভিনেতা নিবিড় আদনান নাহিদ, সংগীত শিল্পী রেশমী মির্জাগায়ক, অভিনেতা উপস্থাপক স্বপ্নীল  সজীব, উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়াফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্যশিল্পী পারসা ইভানা সৈয়দ বিন মাহমুদ,বিউটি এক্সপার্ট সুমি রায় এবং  কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সংস্কৃতি কৃতিত্বকে উৎসাহিত করার  এটি একটি অনন্য দৃষ্টান্ত সাংস্কৃতিক সন্ধ্যার এমন আয়োজনে উপচে পড়া বাংলাদেশি দর্শকদের ভীড় প্রমাণ করে বাংলাদেশের সমৃদ্ধশালী কৃষ্টি, কালচার আর সংস্কৃতি পৃথিবীর যেকোনো প্রান্তেই আলো ছড়াতে সক্ষম

প্রান্তবন্ত উপস্থাপনায়  দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি সঞ্চালনায়ও দক্ষতার পরিচয় দেন বাঙলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ  শারমিন সিরাজ সোনিয়া

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার -এর প্রধান নির্বাহী  কর্মকর্তা শাহ নেওয়াজ দর্শকদের মাঝে উপস্থিত থেকে তিনি শিল্পীদের উৎসাহিত করেন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রবীণ অভিনেতা আহমেদ শরীফ এবং সংস্কৃতি সংগঠক ব্যবসায়ী নুরুল আমিন বাবু

এছাড়াও উপস্থিত ছিলেন গায়ক চার্লস অ্যান্থনি ব্রায়ান, ক্লাসিক্যাল হোমটেক্স ইন্ড. লিমিটেড-এর প্রতিষ্ঠাতা শামীম হোসেন জনপ্রিয় কোরিওগ্রাফার পার্ল হোসেন

নিউইয়র্কের এই জমকালো সাংস্কৃতিক আসর সংস্কৃতিমনা প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশি-আমেরিকান নাগরিক ও বাঙালি দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে নিঃসন্দেহে

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে পাশে ছিলো বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি বায়ান্ন টিভি 

এমআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন