কাশ্মির হামলাকে ‘মোদির ষড়যন্ত্র’ বলায় বিধায়ক গ্রেপ্তার

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে মন্তব্য করায় আসামের এক বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতের বিরোধী রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক আমিনুল ইসলামকে আসাম পুলিশ গ্রেপ্তার করেছে।
আমিনুল ইসলাম সম্প্রতি এক ভিডিওতে দাবি করেন, ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং সদ্য ঘটে যাওয়া পেহেলগামের হামলা আসলে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাজানো নাটক।
তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভিডিওটি সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসাম পুলিশ আরও জানায়, বিধায়কের মন্তব্য ছিল ‘উসকানিমূলক’ এবং ‘বিভ্রান্তিকর’, যার ফলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।
এমএ//