আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

ছবি: এএফপি

ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  চলমান উত্তেজনার মধ্যে  পাল্টাপাল্টি পদক্ষেপের মাধ্যমে সম্পর্কের বৈরতা চরমে পৌঁছেছে পরমাণুশক্তি ধর দুই দেশের মাঝে। এরই মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতের দিকে ভারতীয় সেনা চৌকির দিকে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। 

তবে এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত,  মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের ভারতীয় ভিসা বাতিলসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।

এর জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এছাড়া ভারতীয় নাগরিকদের পাকিস্তানি ভিসা বাতিল, বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তান।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন