ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থার ঘোষণা পাকিস্তানের

ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে কাশ্মির হামলায় ইসলামাবাদ জড়িত ভারতের এমন দাবির প্রমাণ চেয়েছে পাকিস্তান।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত শাসিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের জড়িত রয়েছে এমন দাবি করে ভারত সরকার।
এই ঘটনার প্রেক্ষিতে নয়াদিল্লি পানিবণ্টন চুক্তিতে ভারতের অংশগ্রহণ স্থগিত করে। এছাড়া সীমান্ত বন্ধসহ বিভিন্ন প্রতিশোধমূলক পদক্ষেপের গ্রহণ করে।
সিন্ধু পানিচুক্তি থেকে ভারত প্রত্যাহার করার একদিন পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও একটি খাল সেচ প্রকল্প বন্ধ করে দিয়েছেন, যা পাকিস্তানের পানি সরবরাহ নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান (ভারত-শাসিত কাশ্মিরে) পর্যটকদের প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন থাকলেও জাতীয় নিরাপত্তা কমিটি ২৩ এপ্রিল ঘোষিত ভারতীয় পদক্ষেপগুলো পর্যালোচনা করেছে এবং সেগুলোকে একতরফা, অন্যায্য, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং আইনি যোগ্যতাহীন বলে অভিহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো বিশ্বাসযোগ্য তদন্ত এবং যাচাইযোগ্য প্রমাণের অভাবে পহেলগাম হামলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা অসার, যুক্তিহীন এবং পরাজিত যুক্তি।‘
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গণমাধ্যমকে বলেন, ‘আমি ভারত সরকারের আরোপিত অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করছি, দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।‘
তিনি আরও বলেন, ‘ভারতশাসিত কাশ্মীরে কর্মরত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’
এছাড়া পাকিস্তান সার্ক কর্মসূচির অধীনে ভারতীয়দের জন্য প্রদত্ত ভিসা স্থগিত করেছে এবং শিখ তীর্থযাত্রী ব্যতীত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএ//