আন্তর্জাতিক

সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশে থাকবে বিরোধীরা: রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এই সংকটময় পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের যেকোনো পদক্ষেপে বিরোধী দলগুলো সম্পূর্ণ সমর্থন দেবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে রাহুল গান্ধী জানান, এই হামলার নিন্দায় রাজনৈতিক বিভেদ ভুলে সব দল একত্র হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কংগ্রেস সবসময় সরকারের পাশে থাকবে। 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও একই সুরে বলেন, "আমরা চাই কাশ্মীরে দ্রুত শান্তি ফিরে আসুক।"

গেলো ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র সংগঠন নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার উপধারা হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ পর্যটকদের ওপর আকস্মিক হামলা চালায়।

হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়। এতে প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক এবং গুরুতর আহত হন আরও ৩০ জনের বেশি। এটিকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর অঞ্চলটিতে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে এবং প্রতিক্রিয়ায় সিন্ধু নদ সংক্রান্ত চুক্তি স্থগিতসহ বিভিন্ন কড়া পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তানও নয়াদিল্লির সঙ্গে স্থল ও আকাশপথ যোগাযোগে কঠোর বিধিনিষেধ আরোপ করে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন