কাশ্মীরে অভিযান, লশকর-ই-তাইয়েবার শীর্ষ কমান্ডার নিহতের দাবি ভারতীয় সেনার

কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লশকর-ই-তাইয়েবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
ভারতীয় পুলিশের বরাতে আনন্দবাজার জানায়, আলতাফ পহেলগামে হামলাকারী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) এর সঙ্গে যুক্ত ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত থেকে নিয়ন্ত্রণরেখায় (এলওডি) সংঘর্ষবিরতি ভেঙে পাকিস্তান সেনা গুলি শুরু করে। এর প্রেক্ষিতে নতুন করে হামলায় লশকর বাহিনী সক্রিয় হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা হঠাৎই সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। জবাবে পাল্টা হামলা করে ভারতীয় সেনারা। সে সময়ই মৃত্যু হয় আলতাফের।
এর আগে গেলো মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত হয়।
এই ঘটনার প্রেক্ষিতে জম্মু-কাশ্মীর জুড়ে সেনার সন্ত্রাস দমন অভিযান আরও জোরদার করেছে ভারতীয় সামরিকবাহিনী। লশকর ও এর উপধারা হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ)-এর বিরুদ্ধেও সক্রিয় হয়েছে নিরাপত্তাবাহিনী।
এমএ//