বিনোদন

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি ‘মাস্তুল’

বাংলাদেশি চলচ্চিত্র আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াল। ৪৭ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে দেশীয় চলচ্চিত্র ‘মাস্তুল’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষ থেকে চলচ্চিত্রটি পেয়েছে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’। 

চলচ্চিত্রটির নির্মাতা জানিয়েছেন, ‘এটি শুধু আমাদের দলের পরিশ্রমের স্বীকৃতি নয়, বরং বাংলাদেশি চলচ্চিত্রের নতুন যুগের প্রতিফলন। আন্তর্জাতিক মহলে আমাদের গল্প, নির্মাণশৈলী এবং অনুভূতিগুলো কেমনভাবে গ্রহণ করা হচ্ছে, তা দেখে আমরা অনুপ্রাণিত।‘

পানিতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মাস্তুল’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। চলচ্চিত্রটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টংঘর টকিজ।

‘মাস্তুল’ একটি সমাজমুখী গল্প নিয়ে নির্মিত, যেখানে উঠে এসেছে সংগ্রাম, স্বপ্ন এবং পরিবর্তনের ছোঁয়া। দৃষ্টিনন্দন চিত্রগ্রহণ, গভীর সংলাপ এবং হৃদয়ছোঁয়া অভিনয় এই চলচ্চিত্রটিকে করেছে অনন্য।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন