দেশজুড়ে

চুরি করতে এসে জনতার হাতে আটক চার চোর

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা বাজারে চুরি করতে এসে জনতার হাতে ৪ চোর আটক হয়েছে। আটককৃতরা হলেন, তৌফিক,সিদ্দিক ও বশির। এদের ৩ জনের বাড়ি চট্টগ্রাম বিভাগের কুমিল্লার মুরাদনগর এলাকায় এবং আটকৃত  রমজানের বাড়ি শেরপুর জেলায় বলে পুলিশ জানিয়েছে ।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায়  বোদা বাজারে  অরথি টেলিকম নামের এক মোবাইল দোকানে চুরি করতে এলে এ ঘটনা ঘটে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো.আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, একজন পথচারী নামাজ শেষে উক্ত দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানে তালা খোলা অবস্থায় দেখতে পান এবং  ভিতরে মানুষের আনাগোনা শব্দ পান। এ সময় দোকানের মালিককে খবর দিলে তাৎক্ষণিক দোকানে আসেন ইতিমধ্যে চোরেরা সেখান থেকে সিএনজি যোগে পালিয়ে যান।পরে চোরদের ধরতে একটি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় রাস্তায় অন্যান্য পথচারী সহযোগিতায় চারজনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের সাথে  কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চলছে। আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে  শনিবার আদালতে প্রেরন করা হবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন