ভারতের কড়া হুঁশিয়ারি: সিন্ধুর এক ফোঁটাও পানি যাবে না পাকিস্তানে

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। ইতোমধ্যেই দুই দেশের মধ্যে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু নদ পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করেছে নয়াদিল্লি। এবার পাকিস্তানে এক ফোঁটা পানিও না পাঠানোর ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার।
শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তার ভাষায়, ‘পাকিস্তানে যেন এক ফোঁটা পানিও না যায়-সে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার।’
শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনোমিক টাইমস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গেলো মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরদিন, পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে নয়াদিল্লি সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। যদিও এখনই নদীর প্রবাহ সম্পূর্ণ বন্ধ করার মতো প্রয়োজনীয় অবকাঠামো ভারতের নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। মন্ত্রী পাতিল জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিন্ধু নদীর পানি থামানোর বিষয়ে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে।
তিনি লেখেন, ‘সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন পরিকল্পনার ওপর একযোগে কাজ করছে।’
পাতিল আরও জানান, দ্রুত ড্রেজিং (নদী খনন) এর কাজ সম্পন্ন করে পানির প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
এসি//