বিশ্বের নিপীড়িত মুসলিমদের পক্ষে সংহতি জানিয়ে ঢাকায় সমাবেশ

ফিলিস্তিন, ভারত, রোহিঙ্গা মুসলিমসহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের পক্ষে সংহতি জানাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় বিরাট সমাবেশ করেছেন মুসল্লিরা । সমাবেশ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিসহ ৬ দফা দাবি জানানো হয়। এদিকে সমাবেশের কারণে ভোর থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত প্রেসক্লাবের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশ থেকে ৬ দফা দাবি জানানো হয়, দাবিগুলো হলো
জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের যত কাঠামোগত ক্ষতি হয়েছে সকল কিছুর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
ফিলিস্তিনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে ইতোমধ্যে যত হত্যা হয়েছে সকল হত্যাকাণ্ড ও হামলার তদন্তপূর্বক বিচার নিশ্চিত করতে হবে।
ইন্ডিয়ার লোকসভায় পাস হওয়া অসাংবিধানিক ও মুসলিমবিরোধী ওয়াকফ বিল লোকসভায় বাতিল ঘোষণা করতে হবে।
৫ আগস্ট থেকে এই পর্যন্ত মাজারে যত হামলা, অগ্নিসংযোগ হয়েছে সবগুলো ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।
এছাড়া সমাবেশ থেকে তিনটি অঙ্গীকার গ্রহণ করা হয়-
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরায়েলের চরম বর্বরতা ও নৃশংসতা আর সহ্য করা যায় না। ইসরায়েলের এ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
বক্তারা বলেন, যতদিন প্রাণ থাকবে, ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের পক্ষে কথা বলা তারা বন্ধ করবে না।
তারা অভিযোগ করেন, ইসরায়েলের আধিপত্য এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়; দক্ষিণ এশিয়াতেও এর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
ভারত পরিস্থিতি নিয়ে বক্তারা বলেন, ভারতের মোদি সরকার দক্ষিণ এশিয়ায় ইসরায়েলি ধাঁচের আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে সম্প্রতি ভারতের লোকসভায় মুসলিমবিরোধী ও অসাংবিধানিক ওয়াকফ বিল পাস হয়েছে।
মাজারে হামলার প্রসঙ্গে বক্তারা আরও বলেন, ৫ আগস্ট থেকে দেশে অসংখ্য মাজারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা সুস্পষ্টভাবে জুলুম ও অমানবিক। ভবিষ্যতে যদি কোনো মাজারে হামলা হয়, তাহলে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে। একইসঙ্গে, ভারতে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তারা।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংহতি সমাবেশ শেষ হয়। আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের সভাপতি ও মুসুরি খোলা দরবার শরীফের পীর শাহ্ হাসানুজ্জামান সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ইসলামি বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আরিফ প্রমুখ।
আই/এ