বিনোদন

ভারতীয় গান বন্ধ করে পাকিস্তানের কড়া সুরের পাল্টাঘাত!

কাশ্মীরের পেহেলগামের হামলার রেশ এবার আছড়ে পড়ল দুই দেশের বিনোদন অঙ্গনেও! ভারত-পাকিস্তান সীমান্ত পেরিয়ে রাজনৈতিক সংঘাত ঢুকে পড়ল রেডিওর তরঙ্গে। পাকিস্তানের এফএম স্টেশনগুলো থেকে উধাও হয়ে গেল ভারতীয় গানের সুর- নেই লতা মঙ্গেশকরের মধুর সুর, নেই কিশোর কুমারের রোমান্স, আর শোনা যাচ্ছে না আরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষালের হিট গান!

সম্প্রতি পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সব এফএম স্টেশন থেকে ভারতীয় গান সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিয়েছে, তা দেশের পক্ষ থেকে শক্তিশালী ঐক্যের বার্তা দেয়। কঠিন সময়ে জাতীয় একতা, শান্তি ও দেশপ্রেমের পক্ষে দাঁড়ানোর এই চেষ্টা আমরা সম্মান করি।’

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে ‘জাতীয় সংহতির প্রতীক’ বলে আখ্যায়িত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, এটি পাকিস্তানের একটি কূটনৈতিক চাল। কারণ এর আগে ভারত পাকিস্তানের ১৬টি গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। এই তালিকায় রয়েছে সামা টিভি, অ্যারি নিউজ, ডন নিউজ এবং জিও নিউজের মতো বড় গণমাধ্যম। এমনকি মাহিরা খান, হানিয়া আমির, আলি জাফরের মতো পাক তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইলও ভারতীয় ব্যবহারকারীদের কাছে অদৃশ্য করে দেয়া হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন