৩৫ বিআরটিএ আফিসে দুদকের অভিযান

দেশের ৩৫টি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লাইসেন্স, যানবাহনের ফিটনেস সার্টিফিকেটসহ নানা সেবায় ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৭ মে) এই অভিযান চালায় বিআরটিএ।
দুদকের বিভিন্ন জেলা ও আঞ্চলিক কার্যালয় থেকে কর্মকর্তারা একসঙ্গে অভিযান পরিচালনা করেন। ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কক্সবাজার, বরিশালসহ বহু এলাকায় বিআরটিএ দপ্তরে অভিযান চালানো হয়। কয়েকটি অফিসে অভিযান চলাকালেই দালালদের সরব উপস্থিতি এবং অনিয়ম চোখে পড়ে।
দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ গণমাধ্যমকে বলেন, সারাদেশে ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান চালানো হয়েছে। অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এনফোর্সমেন্ট টিম কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সেবা গ্রহণে ঘুষ ছাড়া কাজ না হওয়া এবং দালাল ছাড়া ফাইল আগায় না এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
যেসকল বিআরটিএ অফিসে দুদকের অভিযান চালানো হয়েছে-
ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ বিআরটিএ অফিস, গাজীপুর ও নারায়ণগঞ্জ বিআরটিএ অফিস, বাগেরহাট, বরিশাল, বরগুনা, ও ঝালকাঠি বিআরটিএ অফিস।
এ ছাড়া রাজবাড়ী, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, , গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোণা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, শেরপুর ও রাঙ্গামাটি বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে গেল এপ্রিল মাসে এলজিইডির ৩৬টি দপ্তর ও ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদক। এরই ধারাবাহিকতায় সরকারি সেবা নিয়ে একযোগে বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমএ//