লাহোরের সকাল শুরু বিস্ফোরণের শব্দে

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (০৮ মে) সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের আকাশ প্রকম্পিত হয় বিস্ফোরণের শব্দে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী এবং দেশটির জিও টিভি এ খবর নিশ্চিত করেছে। এক দিন পর আজ সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কাশ্মীর সীমান্তে গোলাগুলির সূত্রপাত ঘটে গত ২২ এপ্রিল, যখন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়। সেই ঘোষণা বাস্তবায়ন করে মঙ্গলবার রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে চালানো ওই হামলায় নারী-শিশুসহ অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।
ভারতের হামলার পাল্টা জবাব দিতে গিয়ে পাকিস্তানও সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে। কাশ্মীর সীমান্তজুড়ে দফায় দফায় গোলাগুলি চলে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি গোলাবর্ষণে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। এ ছাড়া এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে দ্য হিন্দু ।
ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যেকোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে আশঙ্কা করে উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এসি//