লাহোরের আকাশে ভারতীয় ড্রোন, ভূপাতিত করার দাবি পাকিস্তানের

কাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যেই নতুন করে তীব্রতা ছড়াল ভারত-পাকিস্তান বিরোধে। বৃহস্পতিবার (০৮ মে) সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের আকাশে উড়তে থাকা বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ।
বৃহস্পতিবার (০৮ মে) একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আল জাজিরা, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে এই ড্রোনটি গুলি করে নামানো হয়। এটি সীমান্তের ওপার থেকে পরিচালিত হচ্ছিল এবং শহরের সংবেদনশীল স্থাপনাগুলোর দিকে অগ্রসর হচ্ছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে সামা টিভি জানায়, ড্রোনটির আকার ছিল প্রায় পাঁচ থেকে ছয় ফুট। জ্যামারের মাধ্যমে এটি ধ্বংস করা হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে লাহোরজুড়ে। বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ।
এই ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঠিক একদিন পর। মঙ্গলবার (০৬ মে) রাতভর পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে বড় ধরনের হামলা চালায় ভারত। এতে নারী-শিশুসহ ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। জবাবে পাকিস্তানও শুরু করে পাল্টা হামলা। প্রতিশোধের হুমকি দিয়ে ভারতের অন্তত ৫টি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে ইসলামাবাদ।
এই সবকিছুর সূত্রপাত গত ২২ এপ্রিল, যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। ভারতের দাবি, এই হামলার সঙ্গে জড়িত পাকিস্তান-সমর্থিত গোষ্ঠী। এরপরই দুই দেশের সম্পর্ক ভয়াবহ সংকটে পড়ে। ভারত সেদিনই ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। পাল্টা জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আকাশসীমা যোগাযোগ বন্ধ করে দেয়।
পরিস্থিতি দিন দিন এমনভাবে উত্তপ্ত হচ্ছে যে, আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে যুদ্ধ শঙ্কা। আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে জাতিসংঘসহ বিভিন্ন শক্তিধর রাষ্ট্র।
এসি//