আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনা

দিল্লি-ইসলামাবাদকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান ইরানের

ভারত-পাকিস্তানে চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  বৃহস্পতিবার (৮ এপ্রিল) তিনি ভারতের রাজধানী নয়াদিল্লীতে পৌঁছে এই বার্তা দেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।  এতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আঞ্চলিক অংশীদারদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চাইলে শান্তি ও স্থিতিশীলতার কোনও বিকল্প নেই। ভারত ও পাকিস্তান সেটা অর্জনের লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী।

সফরসূচি অনুযায়ী, আব্বাস আরাগচি আজ (০৮ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন, যেখানে দক্ষিণ এশীয় নিরাপত্তা পরিস্থিতি ও ইরান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পূর্বপরিকল্পিত একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন তিনি। দিল্লি আসার আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন আরাগচি। সেখানেও প্রায় একই কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন