আন্তর্জাতিক

পাকিস্তানকে লক্ষ্য করে ছোড়া ভারতীয় মিসাইল আছড়ে পড়লো ভারতেই

পাকিস্তানের সাময়িক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ভারতীয় ব্যালিস্টিক মিসাইল ভারতেই আছড়ে পড়েছে। পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার (৯ মে) মধ্যরাতে ছোড়া ছয়টি ব্যালিস্টিক মিসাইল ভারতের পাঞ্জাবে পড়েছে। খবর দ্য ডনের। 

পাকিস্তানের দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে। তবে এমন অভিযোগের পর ভারত অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী। 

ডিজিএফআই মহাপরিচালকের দাবি, ভারত পরিকল্পিতভাবে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। পাকিস্তানের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

তিনি বলেন, ভারত নিজ দেশের জনগণের ওপর হামলা করা শুরু করেছে। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন