ক্রিকেট

টেস্ট ছাড়তে চান কোহলি

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান বিরাট কোহলি।  ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) তার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কিন্তু বোর্ডের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এই খবর। 

সংবাদমাধ্যমটিকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘কোহলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন।  বিসিসিআই তাঁকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনে ইংল্যান্ড সফর।  এখনো তিনি তাঁর ফিরতি মত জানাননি।’

এর আগে গেলো বুধবার টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। তারপর কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার খবর জানা গেল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। ইংল্যান্ড সফরের দল নির্বাচন করতে বিসিসিআইয়ের নির্বাচকেরা কিছুদিনের মধ্যেই আলোচনায় বসবেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের হয়ে ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন কোহলি। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কারের পর চতুর্থ স্থানে তিনি।   

 

এ সম্পর্কিত আরও পড়ুন