যুদ্ধবিরতির পর আকাশসীমা খুলে দিল পাকিস্তান

সবধরনের বিমান চলাচলের জন্য আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের আকাশসীমা সব ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ব সংস্থাটি।
পাকিস্তান ও ভারত গত কয়েকদিন থেকেই সামরিক হামলা চালিয়ে আসছিল। এরমধ্যে আজ বিকেলের দিকে দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এরপরই আলাদাভাবে দুই দেশ অস্ত্রবিরতিতে যাওয়ার তথ্য জানায়।
চলমান হামলায় পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিল। আজ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর দেশটির আকাশসীমা খুলে দেওয়া হয়।
এমএইচ//