গাজায় ইসরাইলি হামলায় একদিনে ১৫১ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। গেলো রোববার (১৮ মে) তাদের দিনভর হামলায় ১৫১ জন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে প্রায় ৭০ জন উপত্যকাটির উত্তরাঞ্চলের এবং গাজা সিটির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজার ৩৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৩৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে আছেন। তবে উদ্ধারকারীরা নিরাপত্তাহীনতার কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ অবকাঠামো।
এমআর/