আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ইসরাইলের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি ট্রাম্পের!

২০১৭ সালের ২৩ মে ইসরাইলের একটি জাদুঘরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজায় আগ্রাসনের মাত্রা বাড়ানোর কারণে ইসরাইলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই সূত্রটি দাবি করছে, ট্রাম্প ইসরাইলকে বারবার একটি জিনিস জানাতে চায় , যদি তারা গাজায় যুদ্ধ বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিবে।  

কয়েকদিন আগে গাজায় ব্যাপকভাবে স্থল অভিযান শুরু করে ইসরাইল। এই পদক্ষেপের পরে ট্রাম্পের কাছ থেকে এমন বার্তা আসলো বলে ওই প্রতিবেদনে বলা হচ্ছে।

তবে ওয়াশিংটন পোস্টের এমন দাবির পরে ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েনেটের সঙ্গে কথা বলেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি দাবি করছেন, ট্রাম্পের এমন বক্তব্য পুরোপুরি মিথ্যা। ট্রাম্পকে ইসরাইলকে পরিত্যাগ করবে এমন ধারণা অবান্তর। 

এছাড়া, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জেমস হেউয়িট ইয়েনেটকে বলেন, ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে ইসরাইলের আর কোন ভাল বন্ধু ছিলো না। বন্দিদের মুক্তি নিশ্চিত করতে আমরা ইসরাইলের সঙ্গে গভীরভাবে কাজ করবো। এছাড়া ইরান যেন কোনভাবেই পরমাণু অস্ত্র না পায়, সেটাও নিশ্চিত করবো।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন