ইসরাইলি কর্মকাণ্ড যুদ্ধাপরাধের কাছাকাছি, মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের

গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। মঙ্গলবার (২২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এহুদ ওলমার্ট আরও বলেন, এই যুদ্ধের স্পষ্ট চিত্রটা এমন যে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন, পাশাপাশি বহু ইসরাইলি সেনাও মারা যাচ্ছেন। সবদিক থেকেই এটা জঘন্য ও ঘৃণিত।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদের এমন মন্তব্যে ইসরাইলের একাধিক রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করেছেন।
এসকে//