বিনোদন

বিবাহবার্ষিকীতে পূর্ণিমাকে নিয়ে স্বামীর আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে থাকলেও তার ব্যক্তিগত জীবন সবসময়ই সবাইকে আকর্ষণ করে। বর্তমানে তিনি সংসার জীবনে সুখী এবং স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে শান্তিপূর্ণ জীবন উপভোগ করছেন। রবিন একজন কর্পোরেট পেশাজীবী। মিডিয়া অঙ্গনে নতুন হলেও পূর্ণিমার জীবনে সহানুভূতিশীল ও সমর্থক সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০২২ সালের ২৭ মে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পূর্ণিমা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। বর্তমানে তাদের তিন বছর পার হয়ে গেছে।  বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন তারা। রবিন তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দাম্পত্য জীবনের তিন বছর পূর্ণ হলো। এটি ভালোবাসা, ধৈর্য ও অসংখ্য স্মৃতির অসাধারণ একটি যাত্রা ছিল। 

স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে রবিন আরও লেখেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যিনি আমাকে বোঝেন, সমর্থন দেন এবং সবসময় আমার পাশে থাকেন।

রবিন আরও লিখেন, পূর্ণিমা তুমি আমার শান্তি ও শক্তি। আমি প্রার্থনা করি, আমাদের সম্পর্ক দিন দিন আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।

পূর্ণিমার ব্যক্তিগত জীবনও অনেকটা আলোচিত। ২০০৭ সালে তিনি আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন এবং ২০১৪ সালে তাদের কন্যা আরশিয়া উমাইজা জন্ম নেয়। তবে ২০২২ সালে পূর্ণিমা আনুষ্ঠানিকভাবে তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানান। এরপর তিনি আশফাকুর রহমান রবিনের সঙ্গে নতুন জীবন শুরু করেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন