আইন-বিচার

হত্যার হুমকির অভিযোগে জিডি করলেন আবরার ফাহাদের ভাই

ফাইল ছবি

অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাইয়াজ। তিনি  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই।

শুক্রবার (৩০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় তিনি এ জিডি করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সময়ের বিচারের বিষয়ে গত ২৭ মে ফেসবুক একটি পোস্ট দেন আবরার ফাইয়াজ। পরদিন তিনি দেখেন, দৈনিক বার্তা বাজারের অনলাইন সংস্করণে সেই পোস্ট ছাপা হয়েছে। নিউজটির লিঙ্ক শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিম।

ইব্রাহিম ক্যাপশনে লেখেন– ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন মন্তব্য করেন- ভাই গেছে যে পথে সেওসেই মন্তব্য ঘিরে অনলাইনে আবরার ফাহাদ ও তার পরিবারকে নিয়ে নানা কুৎসিত ও হুমকিসূচক মন্তব্য ছড়াতে থাকে। এই মন্তব্য তাকে ও তার পরিবারকে সরাসরি হুমকি দেওয়ার শামিল এবং এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আবরার ফাইয়াজ গণমাধ্যমকে বলেন, এই সময়ে যারা এসব কথা বলতে পারে, তারা আরও অনেক কিছু করতে পারে। সেজন্য নিরাপত্তা চেয়ে জিডি করেছি

শাহবাগ থানার ওসি জানান, আবরার ফাইয়াজের জিডিটি শাহবাগ থানায় নথিভুক্ত হয়েছে। আমরা জিডিটি সাইবার ক্রাইম বিভাগে পাঠিয়ে দেব। তারা এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন