আসছে ‘হাউসফুল ৫’, হাসি আর রোমাঞ্চের জমজমাট মেলা

আগামী ৬ জুন পর্দায় আসছে ‘হাউসফুল ৫’,হাউসফুল সিরিজের পঞ্চম কিস্তি। যেখানে কমেডির সঙ্গে মিশেছে রোমাঞ্চ আর রহস্যের ঝলক। ছবির ট্যাগলাইন ‘কিলার কমেডি’ ইঙ্গিত দেয় এবার দর্শকরা হাসির পাশাপাশি উত্তেজনার এক নতুন স্বাদ পেতে চলেছেন। গেল মঙ্গলবার মুম্বাইয়ে এক ঝলমলে আয়োজনে ছবির ট্রেলার উন্মোচন হয়, যেখানে ছবির তারকারা মঞ্চ মাতিয়েছেন।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এই ছবিতে একটি বিশাল তারকাদেরকে একত্রিত করেছেন। অক্ষয় কুমার, নানা পাটেকর, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, শ্রেয়াস তালপড়ে, চাংকি পাণ্ডে, ডিনো মোরিয়া, ফারদিন খান, রঞ্জিত, জনি লিভার, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং এবং সোনম বাজওয়া এমন একটি দল যারা পর্দায় ঝড় তুলতে প্রস্তুত। তবে সঞ্জয় দত্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, যা অনেকেই প্রশ্ন তুলেছে সে কেন আসেনি।
হাউসফুল ফ্র্যাঞ্চাইজির শুরু থেকেই অক্ষয় কুমার এর সঙ্গে জড়িয়ে আছেন। ট্রেলার লঞ্চে তিনি বলেন, এই সিরিজের সঙ্গে আমার ১৫ বছরের পথচলা। সাজিদ নাদিয়াদওয়ালা এই ফ্র্যাঞ্চাইজির পিছনে মূল মাথা। তিনি প্রায় সবকিছুই সামলেছেন।
পরিচালক তরুণ মনসুখানির প্রশংসা করে বলেন, তরুণ দিনে ১৮-১৯ ঘণ্টা কাজ করেছেন।জিজ্ঞেস করেছিলেন, এত পরিশ্রম কেন? তিনি বললেন, ১২ বছর পর ক্যামেরার পিছনে ফিরেছি, এখন শুধু কাজ করতে চাই।
স্ল্যাপস্টিক কমেডি নিয়ে কথা বলতে গিয়ে অক্ষয় বলেন, এ ধরনের কমেডি করা খুবই চ্যালেঞ্জিং। নানা, রিতেশ, শ্রেয়াস সবাই নিজেদের সেরাটা দিয়েছেন।তিনি চার্লি চ্যাপলিনের ভক্ত। তার ওয়ালেটে সবসময় তার ছবি থাকে। এই বলে তিনি ওয়ালেট থেকে চ্যাপলিনের ছবি বের করে উপস্থিত সবাইকে দেখান, যা মুহূর্তের মধ্যে হাসির ঢেউ তুলে।
‘হেরা ফেরি ৩’ নিয়ে পরেশ রাওয়ালের সঙ্গে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে অক্ষয় বলেন, আমার সহ-অভিনেতাকে অসম্মান করা ঠিক নয়। আমরা ৩২ বছর ধরে একসঙ্গে কাজ করেছি। তাকে আমি সম্মান করি।এই বিষয়টি এখন আদালতের হাতে, তাই এখানে বেশি কিছু বলা ঠিক হবে না।
হাউসফুল সিরিজে প্রথমবার অভিনয় করছেন নানা পাটেকর। তিনি বলেন, আমার কাছে পরিচালক এবং চরিত্র গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, টাকার বিষয়টাও। এই ছবিতে দুটোই আমার পছন্দ হয়েছে। মজার ছলে তরুণ মনসুখানির দিকে তাকিয়ে বলেন, ১২ বছর পর তিনি কেন ফিরলেন, জানি না। এবার আরও ১২ বছর কাজ করুন, তারপর বিশ্রাম নেবেন।
সেটে কে সবচেয়ে বেশি মজা করতেন? এমন প্রশ্নে জ্যাকি শ্রফ হেসে বলেন, অক্ষয় কুমারই সবচেয়ে বড় মজার মানুষ। ওর দুষ্টুমির কোনও ঠিক নেই। কখন কি করে বসবে, বোঝা দায়।
‘দোস্তানা’র পর তরুণ মনসুখানির সঙ্গে আবার কাজ করছেন অভিষেক বচ্চন। তিনি বলেন, তরুণের সঙ্গে আমার বন্ধুত্ব ১৬ বছর বয়স থেকে। তার এই প্রত্যাবর্তনে আমি আনন্দিত। তার সঙ্গে কাজ করা সবসময়ই মজার।
প্রথমবার কমেডি চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। তিনি বলেন, এত বড় তারকাদের সঙ্গে কমেডি করতে গিয়ে প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু এখন পর্দায় নিজেকে দেখে খুব ভালো লাগছে। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা।
‘হাউসফুল ৫’ এ সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা এবং তরুণ মনসুখানির পরিচালনায় এই ছবি দর্শকদের এক নতুন মাত্রার অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। তাই এই হাসি-রোমাঞ্চের মেলার জন্য প্রস্তুত হন।
এসকে//