নিম্নচাপের প্রভাবে ভেঙেছে বেড়িবাঁধ, আবারও প্লাবিত হওয়ার শঙ্কা স্থানীয়দের
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিধ্বস্ত পটুয়াখালীর উপকূল। জেলার চরমোন্তাজ, চালিতাবুনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ বিভিন্ন পয়েন্টে ভেঙেছে। তবে স্বাভাবিক হয়েছে উপকূলীয় এলাকার বিদ্যুৎ সরবরাহ।
শনিবার (৩১ মে) রাঙ্গাবালী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকবাল হাসান বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাঙ্গাবালী উপজেলা শহরের বেড়িবাঁধ এলাকায় তেমন কোনো ক্ষতি হয়নি। তবে চরমোন্তাজ বেড়িবাঁধ ভেঙ্গে কিছুটা প্লাবিত হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাঙাবালী উপজেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম জানান, রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়নের ৭৫ মিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে । নদী ভাঙ্গন এর কারনে চালিতাবুনিয়া প্রায় ২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চরমোন্তাজ এর ৯ নং ওয়ার্ড এর আনুমানিক ১৪০ মিটার বেড়িবাঁধ ভেঙে ওই এলাকা প্লাবিত হয়। এখনো ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পাউবো গলাচিপা উপজেলার নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব জানান, গলাচিপা পানপট্টি ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড ১২০ মিটার এবং মির্জাগঞ্জ রামপুর এলাকায় ১৫০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক পরিদর্শ করা হয়েছে। বেড়িবাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ আবুল কাশেম,জেনারেল ম্যানেজার ( অঃ দাঃ) পটুয়াখালী জানান, তাদের ২৫ টি বিদ্যুৎ সরবরাহ খুটির ক্ষতি হয়েছে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। সবগুলো ইউনিট এখন সচল আছে।
আই/এ