আন্তর্জাতিক

ট্রাম্পের বাজেট বিল জঘন্য ও ন্যাক্কারজনক : ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল করছাড় ও ব্যয় বিলকে ‘জঘন্য ও ন্যক্কারজনক’ বলে সমালোচনা করেছেন টেক উদ্যোক্তা ইলন মাস্ক। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে সম্প্রতি সেই পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক দিনের মধ্যেই এমন মন্তব্য করলেন মাস্ক।

মঙ্গলবার (০৩ জুন) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়ার এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্স-এ মাস্ক লিখেছেন, ‘দুঃখিত, কিন্তু আর সহ্য করতে পারছি না। এই বিশাল, অযৌক্তিক, অপ্রয়োজনীয় ব্যয়ে ঠাসা কংগ্রেসের বাজেট বিল একটি ঘৃণ্য বিকৃতি। যারা এটি অনুমোদন করেছেন, তাদের লজ্জা করা উচিত। তোমরা ভুল করেছো’।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট নিয়ে ইলন মাস্কের সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জানেন, ইলন মাস্ক এই বিল নিয়ে কী ভাবেন। কিন্তু প্রেসিডেন্ট নিজের সিদ্ধান্তে অটল আছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলকে তার অর্থনৈতিক কর্মসূচির একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করছেন।  তবে সমালোচকরা বলছেন, এতে অতিরিক্ত ব্যয় এবং ধনীদের জন্য করছাড় রয়েছে। যা যুক্তরাষ্ট্রের আর্থিক ভারসাম্যের জন্য হুমকি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন