আন্তর্জাতিক

আর একটি হামলা চলালে তেহরান জ্বলবে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরান যদি ইসরাইলে আর একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে পালটা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। শনিবার (১৪ জুন) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

এক বিবৃতে কাৎজ জানান, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরাইলের সাধারণ মানুষদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি খামেনি ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে ইরান জ্বলেপুড়ে যাবে।’

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরাইল। নৃশংস এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এই হামলার উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন