আন্তর্জাতিক

আতঙ্কে স্থানীয়রা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি ও ভবন। হামলার পর ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত বাঙ্কার বা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর অনেক এলাকায় বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। রাস্তায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে। আগুনে পুড়ে যাওয়া বেশ কিছু গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। কিছু ভবনে আগুন ধরে যায়। 

নিরাপত্তা বাহিনী বলছে, এই হামলাটি ছিল ইরানের 'অপারেশন ট্রু প্রমিজ ৩'-এর অংশ। যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে পরিচালিত হয়েছে। অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। 

এ সম্পর্কিত আরও পড়ুন