ইরান ইসরাইল সংঘাত
মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা জানালো সৌদি ও পাকিস্তান
ইরান ও ইসরাইলের চলমান উত্তেজনা এখন এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। অবশেষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের অনুরোধে সাড়া দিয়ে শনিবার (২২ জুন) দিবাগত রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান।
ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানায় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ঘটনায় গভীর উদ্বেগে রয়েছে।
বিবৃতিতে দুই পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয় এবং বলা হয়, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সংযম অবলম্বন করা জরুরি।
সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার অনুরোধ জানায়।
এদিকে, পাকিস্তানও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তারা সতর্ক করে দেয়, এই ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও হুমকির মুখে ফেলতে পারে।
পাকিস্তান সরকার আরও জানায়, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং তাদের সম্পত্তির প্রতি শ্রদ্ধা রাখা জরুরি। সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন অনুসরণ করারও আহ্বান জানায় তারা।
এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ হিসেবে অভিহিত করেন। তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, ‘শান্তি না এলে ভবিষ্যতে আরও ভয়ংকর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
ট্রাম্পের ভাষ্য, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করে দেওয়া এবং বিশ্বের ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ দেশটির হাত থেকে পারমাণবিক হুমকি দূর করা।
এমএ//