হামলায় ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ
বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।
ইরানের পরমাণু স্থাপনায় হামলাকে অবিশ্বাস্য ও বিস্ময়কর সফলতা দাবি করে হেগসেথ বলেন, কমান্ডার ইন চিফ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর ওয়াশিংটন এই হামলা চালায়।
তিনি বলেন, এটি এমন একটি পদক্ষেপ যা বাস্তবায়ন করতে কয়েক মাস ধরে প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা এমনভাবে প্রস্তুত ছিলাম যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডাকা মাত্রই যে সাড়া দিতে পারি।
এই হামলায় খুব বেশি নির্ভুলতার সাথে কার্যকর করা হয়েছে। আমাদের বি-২ বোম্বার এমনভাবে পরমাণু স্থাপনায় হামলা করে ফিরে এসেছে, যে পুরো বিশ্ব টের পায় নাই।
এনএস/