রাজনীতি

সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তারকে (তুহিন)কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা পুলিশ।

গতকাল রোববার (২২ জুন) রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নবাবগঞ্জ থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে। ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে তার বাবার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় সাবিনা আক্তারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা হয়। তারপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এদিকে গ্রেপ্তারের সময় সাবিনা আক্তার ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে ভাঙচুর করছে।

আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা জানিয়েছেন, সাবিনা আক্তারের বোন হালিমা আক্তার ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আরেক বোন মামনী ভূঁইয়া ছিলেন জেলা পরিষদের সদস্য। তাঁদের বিরুদ্ধে তদবির বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ আছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন