যুক্তরাষ্ট্র প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে
ইরানে হামলায় জাতিসংঘে রাশিয়ার নিন্দা
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটিকে সতর্ক করে দিয়ে বলেছে, এই পদক্ষেপ “আঞ্চলিক যুদ্ধকে বৈশ্বিক সংকটে রূপ দিতে পারে”।
রোববার (২২ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যৌথ হামলা দায়িত্ব জ্ঞানহীন, উসকানিমূলক এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্র কার্যত জাতিসংঘ সনদ ও বিশ্ব ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়েছে।”
তিনি আরও বলেন, “এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে।কেউ জানে না এর শেষ কোথায়। পারমাণবিক স্থাপনায় হামলা শুধু ইরান নয়, পুরো অঞ্চল এবং বিশ্বের নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে।”
রাশিয়ার দূত পশ্চিমাবিশ্বের দ্বিচারিতার তীব্র সমালোচনা করে বলেন, ইরান, সম্পূর্ণভাবে আইএইএ’র তত্ত্বাবধানে থেকে বোমা হামলার শিকার হচ্ছে। অথচ ইসরায়েল, পরমাণু অস্ত্র চুক্তিতে স্বাক্ষরকারী নয়। তাদের স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষণ নেই। তারা কোনো জবাবদিহিতার সম্মুখীন হচ্ছে না।
অধিবেশনে রাশিয়া, চীন ও পাকিস্তান একটি খসড়া প্রস্তাবনা উত্থাপন করেছে। যাতে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানানো হয়েছে।