দেশজুড়ে

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই,নারীসহ চারজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের এক অটোরিকশা চালককে হত্যার পর যানটি ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কামারখন্দ উপজেলার বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

গ্রেপ্তারকৃতরা হলেন-বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের তুহিন মণ্ডল (৪০), হালিমা খাতুন (৪০), শাহাদত সরকার (২৬) ও আশরাফুল ইসলাম (২৬)।  মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ১৯ জুন রাতের কোনও এক সময় বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ি এলাকার ইসলাম প্রামাণিক (২৪) নিখোঁজ হন। তিনি ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। পরদিন ২০ জুন সকালে তার মরদেহ পাশের কামারখন্দ উপজেলার বলরামপুর এলাকা থেকে উদ্ধার হয় ।

নিহতের পরিবার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে সিরাজগঞ্জ ডিবি পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় দুজন এবং মঙ্গলবার ভোরে আরও দুজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে আদালতে নিয়ে গেলে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আর তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

ওসি একরামুল আরও জানান, এই হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। মূল উদ্দেশ্য ছিল অটোরিকশাটি ছিনতাই করা। আদালতের নির্দেশে চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন