আন্তর্জাতিক

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

ইরানি বিচার বিভাগের সংবাদ সংস্থা 'মিজান'-এর বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসিতে ঝোলানো তিন ব্যক্তি হচ্ছেন—ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল। তাদের বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার পাশাপাশি ইরানের ভেতরে হত্যাকাণ্ড চালানোর জন্য অস্ত্র ও সরঞ্জাম চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল।

বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ওই তিনজন দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল এবং ইসরাইলের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ছিল। তারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বুধবার সকালে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

এদিকে, ইরানি সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাম্প্রতিক ১২ দিনের মধ্যে ইরান আরও ৭০০ জনকে গ্রেপ্তার করেছে।

তেহরান বরাবরই দাবি করে আসছে, দেশটির নিরাপত্তা বিঘ্নিত করতে ইসরাইল গুপ্তচর নেটওয়ার্ক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব মামলাকে ইরান তার রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবেই দেখে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন