আন্তর্জাতিক

আবারও গাজার ত্রাণকেন্দ্রে হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৯০

গাজার রাস্তায় প্রতিদিনই কান্না, শোক আর রক্তের ধারা বেড়েই চলেছে। মানবিক সহায়তা ও খাবার সংগ্রহ করতে আসা অসহায় মানুষদের লক্ষ্য করেও চলছে দখলদার ইসরাইল বাহিনীর বর্বর হামলা। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি  সেনাদের গুলিতে আরও অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, হতাহতদের বেশিরভাগই ছিলেন ত্রাণ ও খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। বিষয়টি স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।

এদিকে পশ্চিম তীরের রামাল্লার কাফর মালেক এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ গেছে আরও তিন ফিলিস্তিনির। আহত হয়েছেন বেশ কয়েকজন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে গাজায় শুরু হয় ব্যাপক ইসরাইলি  সামরিক অভিযান। সেই হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় প্রাণ গেছে অন্তত ৫৬ হাজার ১৫৬ জনের। নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন