দেশজুড়ে

পদ্মা সেতুর তিন বছর,টোল আয় ছাড়াল আড়াই হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২৬ জুন) পদ্মা সেতুর তিন বছর পূর্ণ হল। ২০২২ সালের আজকের দিনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তারপর থেকে এক মুহূর্তের জন্যও এই সেতুতে যান চলাচল বন্ধ হয়নি।

গেল ২৫ জুন রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি গাড়ি পার হয়েছে এবং এতে আয় হয়েছে ২ হাজার ৫৭৯ কোটি ১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

এদিকে পদ্মা সেতুর রেলপথও ২০২৩ সালের ১০ অক্টোবর উদ্বোধন হয়। আর ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত পুরো রেল লিঙ্ক চালু হওয়ার কথা। এর ফলে ঢাকা থেকে খুলনা পর্যন্ত এখন সরাসরি ট্রেন চলাচল করবে। ফলে শুধু ৩ ঘণ্টা ৩০ মিনিটে ঢাকা থেকে খুলনা পৌঁছানো যাবে, যা একদম নতুন সুবিধা।

পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সড়ক ও রেলপথের সুবিধা নিয়ে আসেনি,এটি এলাকার অর্থনৈতিক চিত্রও পাল্টে দিয়েছে। কৃষি পণ্য, ব্যবসা-বাণিজ্য, এবং শিল্প ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে।

এছাড়া সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার, কিন্তু অ্যাপ্রোচসহ এর মোট দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। সেতুতে নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক ক্যামেরা ও সিকিউরিটি ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

এসকে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন