স্বাস্থ্য

আরও ১৯ জনের দেহে করোনা শনাক্ত

দেশে গেল ২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৪১২ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার ৪.৬১ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৯ জনের মধ্যে চট্টগ্রামেই ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া ঢাকায় ৩ জন এবং ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীতে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর করোনা থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন