কলম্বো টেস্ট
চান্ডিমালের সেঞ্চুরি মিসেও শ্রীলঙ্কার রঙিন দিন
কলম্বো টেস্টের দ্বিতীয় দিন পুরোটাই শ্রীলঙ্কার পক্ষে ছিল। সেঞ্চুরি হাঁকানো পাথুম নিশাঙ্কা ১৪৬ রানে অপরাজিত আছেন। দীনেশ চান্ডিমাল দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি মিস করেছেন। দ্বিতীয় দিন শেষে ৪৩ রানের লিড পেয়েছে লঙ্কানরা। দলীয় সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৯০ রান।
আজ মধ্যাহ্ন বিরতির আগেই নিজেদের ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। প্রথম উইকেট হারিয়েছে দলীয় ৮৮ রানে। লাহিরু উদারা ৪০ রানে বিদায় নিয়েছেন। উইকেটটি নিয়েছেন তাইজুল ইসলাম।
এরপর লম্বা জুটি করেন নিশাঙ্কা ও চান্ডিমাল। ১৯৪ রানের সেই জুটিতেই বাংলাদেশের রান পেরিয়ে যায় লঙ্কানরা। গল টেস্টের পর কলম্বোতেও সেঞ্চুরি হাঁকিয়ে বসেন নিশাঙ্কা। চান্ডিমালও ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু নাঈম হাসানের শিকার হয়ে ৯৩ (১৫৩) রানে প্যাভিলিয়নের পথ ধরেছেন শেষ বিকেলে।
ক্রিজে অপরাজিত থেকে দিন শেষ করেছেন নিশাঙ্কা ও নতুন ব্যাটার প্রবাথ জয়াসুরিয়া।
এমএইচ//