ইরানের ১০টি ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্স
ইরান ও ইসরাইল আবারও সংঘাতে জড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সতর্কতার মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিলো ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তেহরান ও তেল আবিবের মধ্যে ১২ দিন ব্যাপী সংঘাতে ফ্রান্স ইরানের ছোড়া অন্তত ১০টি ড্রোন ঠেকিয়ে দিয়েছে। এসব ড্রোন ঠেকাতে ব্যবহার করা হয়েছে বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল।
গেলো রাতে মধ্যপ্রাচ্য পরিস্থতির ওপর ফ্রান্সের সংসদে বিশেষ বিতর্ক হয়। সেখানেই এমন তথ্য দিয়েছেন ফ্রান্স প্রতিরক্ষামন্ত্রী। সেবাস্তিয়ান লেকর্নু জানান, ১২ দিনব্যাপী সংঘাতে ইসরাইলকে লক্ষ্য করে ইরান ৪০০ ব্যালিস্টিক মিসাইল ও ১ হাজারের মত ড্রোন হামলা করে।
গেলো ১৩ জুন পরমাণু স্থাপনা লক্ষ্য করে ইরানে অতর্কিত হামলা করে ইসরাইল। ওই হামলায় মারা যায় ইরানি সামরিক বাহিনীর বেশকিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। পাশাপাশি মারা যায় ছয় শতাধিক বেসামরিক নাগরিক। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় মারা যায় ২৮ ইসরাইলি নাগরিক।
এনএস/