মিথ্যা মামলা ও গ্রেপ্তার কমাতে ব্যবস্থা নিচ্ছে সরকার : আইন উপদেষ্টা
মিথ্যা মামলা এখন বড় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। নির্দোষ মানুষদের মামলায় জড়ানো হচ্ছে। এসব মামলা ও গ্রেপ্তার বন্ধ করতে কিছু বিধান করছি। আপাতত সেটা প্রকাশ করছি না। অন্তত এসব মামলা যেন কমে আসে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ও জাতিসংঘের মাদক ও অপরাধসংক্রান্ত কার্যালয়ের (ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম) আয়োজনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, তার বেশির ভাগ মূলত পুলিশ ও বিচার বিভাগকে ঘিরে। তিনটি অগ্রাধিকার ঠিক করা হয়েছে। একটি হলো অভিযুক্তদের স্বচ্ছ বিচার নিশ্চিত করা, মামলার অচলাবস্থার কারণগুলো চিহ্নিত করা এবং বিচার বিভাগের জবাবদিহি নিশ্চিত করা।
তিনি বলে, ‘সরকার নিয়ে, আমাকে নিয়ে ভয়াবহ মিথ্যাচার করা হচ্ছে। এটা নিয়ে মামলা দূরে থাক, সরকার কোনো প্রতিবাদ করে না। আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। যখন সেগুলো পাত্তা দেই না, তখন শুরু হয় গালাগালি। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়। গুজব-মিথ্যাচারের বিষয়টি জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি’।
উপদেষ্টা বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মাত্র ১৫ জনকে। মামলা নিয়ে সরকারের কিছু করার নেই। যারা করছে, তারা মিথ্যা মামলা করলে পুলিশের নিষেধ করার সুযোগ কম।
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন– কে জামিন পাবে আর কে পাবে না, আইন মন্ত্রণালয় থেকে তার কোনো নির্দেশনা দেয়া হয় না। বিচারকরা স্বাধীন। কোন গ্রাউন্ডে জামিন পাচ্ছে না, তা বিচার প্রক্রিয়ার সাথে জড়িতরাই বলতে পারবেন।
আই/এ