আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সোয়াত ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

পিডিএমএ প্রতিবেদনে জানায়, খোয়াজাখেলার কাছে সোয়াত নদীতে বন্যা অব্যাহত থাকায় বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সোয়াত শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন, যাদের চিকিৎসা চলছে।

পিডিএমএ আরও জানায়, তারা জরুরি অপারেশন সেন্টার চালু করেছে এবং স্থানীয় প্রশাসন, উদ্ধার সেবা এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে জরুরি তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে প্রদেশের নওশেরা ও চরসাদ্দা জেলার অন্যান্য অংশে বন্যার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন