বিএনপি

আমরা জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দিতে চাই : রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই-আগস্টেই তাদের প্রাপ্য মর্যাদা দিতে হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রাশীর্ষক আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন,  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ১ জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হবে।

তিনি বলেন,  জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন আমরা প্রথম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি। আমরা এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে। সবাই নিরাপদ জীবন প্রত্যাশা করি

এ বিএনপি নেতা বলেন, আমাদের অর্থনৈতিক ও সামাজিক সংকট রয়েছে। মব কালচারআছে। এসব থেকে মুক্ত হতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে হবে। গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল ৪.২। এবার সেটি হয়েছে ৩.৯। আমরা সরকারকে সেটি দেখার জন্য বলবো। আমরা তো সমালোচনা করবোই। অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রত্যাশা করি, নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন