দেশজুড়ে

বগুড়ায় লেকে মিললো নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ

ছবি: সংগৃহীত

তিনদিন আগে নিখোঁজ হওয়া ঢাবির সাবেক শিক্ষার্থী হাসিন আহসান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহানপুর উপজেলার একটি লেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের বাসিন্দা। তবে পরিবারসহ তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন। ঢাবিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার জানান,গেল বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় হাঁটতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সৌমিক। আর ওই রাত থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। শুক্রবার (২৭ জুন) তার বাবা তৌফিকুর রহমান ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে বগুড়া সদর থানায় ডায়েরি করেন।

ওসি শফিকুল জানান,তদন্ত চলাকালে রোববার সকালে বোট ক্লাব এলাকার একটি লেকে ওই তরুণের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিচয় নিশ্চিত করেন। 

ওসি আরও জানান,মরদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন