রক ব্যান্ড নির্ঝরের রজতজয়ন্তী, গানে মুখর ছিল যাত্রা বিরতি
বাংলাদেশের রক ব্যান্ড ‘নির্ঝর’ সঙ্গীতজীবনের ২৫ বছর পূর্ণ করেছে। ব্যান্ডটির রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ একটি কনসার্ট আয়োজন করা হয়, যার শিরোনাম ছিল ‘২৫শে নির্ঝর’। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর যাত্রা বিরতিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমীর মঞ্চে একক কনসার্টের মধ্য দিয়ে ২০০০ সালের ৭ জুন ব্যান্ডটির গঠনের সূচনা হয়েছিল। দীর্ঘ এই পথচলায় নির্ঝর নিজেদের গান ও পরিচয়ে গড়ে তুলেছে এক ভিন্ন স্বর।
কনসার্টে ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন—জয় শাহরিয়ার (ভোকাল ও গিটার), আমিন জামায়েল তিলক (লিড গিটার), মারুফ-উল হক (বেইস) এবং তাফসির খান (কাহন)। তারা নির্ঝরের দুইটি অ্যালবাম ও জয় শাহরিয়ারের স্টুডিও প্রজেক্ট থেকে নির্বাচিত গান পরিবেশন করেন।
শুধু নির্ঝর নয়,অতিথি শিল্পী এলিটা করিম, সাইফ জামান ও খৈয়াম সানু সন্ধির পরিবেশনা দর্শকরাও উপভোগ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী শফিক তুহিন, গীতিকার রবিউল ইসলাম জীবনসহ আরও অনেকে।
এসকে//