মার্তিনেজদের বিদায় করে কোয়ার্টারে ফ্লুমিনেন্স
লাউতেরো মার্তিনেজের মুখের সামনে সিলভার উদযাপন করছেন থিয়াগো সিলভা। এখানেই যেন ফুটে উঠছে ইউরোপিয়ান ক্লাবগুলোর উপর ব্রাজিলিয়ান ক্লাবের দাপট।
ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ইন্টার মিলানকে নক আউট করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। চ্যাম্পিয়নস লিগের রানার্সআপদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিলের ক্লাবটি।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। বদলি নামা হারকিউলিস ৯৩ মিনিটে গোল করে ইন্টারের হাতে ধরিয়ে দেয় ইতালি ফিরে যাওয়ার টিকিট।
ব্রাজিলের দ্বিতীয় ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ফ্লুমিনেন্স। এর আগে সেমিফাইনালে উঠার লড়াইয়ে নাম লিখিয়েছে পালমেইরাস।
শেষ আটে ফ্লুমিনেন্স লড়বে ম্যানসিটিকে বিদায় করে দেওয়া সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে।