আইন-বিচার

রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহম্মেদ চৌধুরী এ আবেদন মঞ্জুর করেন।

এর আগে এদিন দুপুরে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড অনুমোদন দেন।

গতকাল  বুধবার (০২ জুলাই) লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা ডিবি। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত নাঈমুর রহমান দুর্জয় ২০১৪ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী মেয়াদেও ওই আসনে এমপি ছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে তিনি বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন দায়িত্বেও ছিলেন তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন