আইএইএ ইস্যুতে ইরানকে সতর্ক করলো ওয়াশিংটন
ইরানের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ-কে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘন। এমন মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
বুধবার (০২ জুলাই) ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘ইরান যখন শান্তি ও সমৃদ্ধির পথে ফিরে আসার একটি সুযোগ পেয়েছিল, তখনই তারা আইএইএ-কে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।’
অনতিবিলম্বে ইরানকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান ব্রুস।
তিনি সতর্ক করে বলেন, ‘এই উত্তেজনা বাড়ার জবাব অবশ্যই দেয়া হবে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।’