যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে ইউক্রেনে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে স্পষ্ট ধারণা জানার চেষ্টা করছেন। বিশেষ করে বিমান প্রতিরক্ষা সহায়তা সম্পর্কে।
বুধবার (০২ জুলাই) রাতে জেলেনস্কি ভাষণে বলেন, ইউক্রেনের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জেলেনস্কির এই মন্তব্য কিয়েভে মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।
সম্প্রতি মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়টসহ গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দেয়া সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি কিয়েভকে জানানো হয়নি। খবরে বলা হয়েছে এসব ক্ষেপনাস্ত্রের বড় একটি অংশ ইসরায়েলের দিকে পাঠানো হচ্ছে।