অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী স্বস্তিকা, জানালেন ‘কঠিন সময়’-এর কথা
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (0৩ জুলাই) ‘ভানুমতী ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালে হঠাৎ তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
নিজেই বিষয়টি জানিয়েছেন স্বস্তিকা। ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সবকিছুরই একটা কারণ থাকে। গতকাল শুটিং চলাকালীন জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্তগুলোর একটার মুখোমুখি হয়েছি। প্রযোজনা সংস্থার সহায়তায় তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় আমাকে। পরে জানতে পারি আমার কর্নিয়ায় আঘাত লেগেছে। কীভাবে বা কখন তা ঘটেছে, কিছুই বুঝতে পারিনি। এখন শুধু লড়াই করছি এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য।’
স্বস্তিকা তার সহ-শিল্পী ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবাই পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই ছবিটি আমার কাছে খুব স্পেশাল। প্রতিজ্ঞা করছি, যত কষ্টই হোক, এই সিনেমাটিকে সেরাটাই দেব।’
তিনি আরও জানান, চিকিৎসা চলাকালীন যেন শুটিং ব্যাহত না হয় এবং তার সুস্থতাও নিশ্চিত হয়, সে জন্য পরিচালক ও প্রযোজক সংস্থা আলাদা পরিকল্পনা করছে।
শারীরিক দুর্বলতার কারণে কিছু ব্র্যান্ডের কাজ এই সপ্তাহে বাতিল করেছেন অভিনেত্রী। তবে ভক্তদের প্রতি অনুরোধ করেছেন যেন তারা তার জন্য প্রার্থনা করেন।
স্বস্তিকার জানান, ‘সময়ের চাকা এখন একটু উলটো দিকে ঘুরছে, তবে চিকিৎসা শুরু হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসব।’
এমএ//